119 views
in আন্তর্জাতিক by (1,980 points)

বাংলাদেশের প্রথম নারী ডাক্তার কে ছিলেন?


উত্তর: ডা. জোহরা বেগম কাজী। তিনি 1912 সালের 15 অক্টোবর অবিভক্ত ভারতের মধ্য প্রদেশের রাজনান গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ডাক্তার কাজী আব্দুস সাত্তার এবং মাতার নাম মোসাম্মৎ আঞ্জুমান নেছা। তার পৈতৃক নিবাস বাংলাদেশের মাদারীপুর জেলার কালকিনি থানার গোপালপুর গ্রামে। তিনি 1929 সালে আলীগড় মুসলিম গার্লস স্কুল থেকে প্রথম বাঙালি মুসলিম আলীগড়-ছাত্রী হিসেবে এসএসসি পাস করেন। 23 বছর বয়সে, তিনি 1935 সালে দিল্লির লেডি হাডিঞ্জ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। এ জন্য তিনি পুরস্কার হিসেবে ভাইসরয় পদক পান।


জোহরা 1935 সালে এমবিবিএস ডিগ্রি লাভের পর কাজী কর্মজীবনে প্রবেশ করেন। তিনি প্রথমে ইয়োথমাল মহিলা পাবলিক হাসপাতালে ডাক্তার হিসেবে যোগদান করেন। তারপর যোগ দেন বিলাসপুর সরকারি হাসপাতালে। পরে মহাত্মা গান্ধী জনগণের সেবা করার জন্য সেবাগ্রাম নির্মাণ করেন এই সেবাগ্রামে বিনা বেতনে জোহরা কাজ করেন। এছাড়াও তিনি ভারতের বিভিন্ন বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠানে ডাক্তার হিসেবে অক্লান্ত পরিশ্রম করেছেন। বঙ্গভঙ্গের পর তিনি ঢাকায় চলে আসেন। তিনি 1948 সালে ঢাকা মেডিকেল কলেজে যোগদান করেন। ডিএমকে হাসপাতালে কর্মরত অবস্থায় অবসর সময়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (ঢাকা) অনারারি কর্নেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতাল (বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল) এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের প্রধান ও অনারারি অধ্যাপক ছিলেন। 1973 সালে চাকরি থেকে অবসর গ্রহণের পর, তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে কয়েক বছর পরামর্শক হিসেবে চিকিৎসা সেবা প্রদান করেন। পরে তিনি বাংলাদেশ মেডিকেল কলেজে অনারারি প্রফেসর হিসেবে কাজ করেন।


ঢাকা মেডিকেলে থাকাকালে নারী রোগীদের চিকিৎসার ব্যাপারে কুসংস্কারে আঘাত পান। তাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের ভুল ধারণা দূর করার চেষ্টা করতেন। সে কারণে পরবর্তীতে এদেশে মেডিসিনে ছাত্রীর উপস্থিতি বেড়ে যায়।



পুরস্কার, স্বীকৃতি ও সম্মাননা


তমঘা-ই-পাকিস্তান (1964),

একুশে পদক (2008),

বেগম রোকেয়া পদক (2002)।


1 Answer

0 like 0 dislike
by (1,980 points)
বাংলাদেশের প্রথম নারী ডাক্তার কে ছিলেন?

উত্তর: ডা. জোহরা বেগম কাজী। তিনি 1912 সালের 15 অক্টোবর অবিভক্ত ভারতের মধ্য প্রদেশের রাজনান গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ডাক্তার কাজী আব্দুস সাত্তার এবং মাতার নাম মোসাম্মৎ আঞ্জুমান নেছা। তার পৈতৃক নিবাস বাংলাদেশের মাদারীপুর জেলার কালকিনি থানার গোপালপুর গ্রামে। 
ANS GILDIED এ আপনি প্রশ্ন করতে পারবেন,পাশাপাশি যে কারো প্রশ্নে উত্তর দিতে পারবেন। আমাদের প্লাটফর্মটি মূলত শিক্ষামূলক একটি বাংলা প্লাটফর্ম, আপনি যদি একজন ছাত্র-ছাত্রী কিংবা জ্ঞান অন্বেষি হন তাহলে আমাদের প্লাটফর্ম আপনার জন্য। এখান থেকে যেমন আপনি জ্ঞান অর্জন করতে পারবেন তেমনিই এটি ব্যবহার করে আপনার জ্ঞান দিয়ে অপরকে সহায়তা করতে পারবেন। তাই আমি আপনাকে বলতে চাই জ্ঞান-বিজ্ঞানের এই যুকে জ্ঞান অন্বেষণ করতে চান তাহলে এখনিই আমাদের সাইটে নিবন্ধন করেন।
...