254 views
in আন্তর্জাতিক by (1,707 points)
edited by

আল্লাহ কত দিনে পৃথিবী সৃষ্টি করেছেন?

উত্তর: ৬ দিনে। 

ছয় দিন হল রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। শুক্রবার আসরের আগে সব শেষ। অতঃপর আল্লাহ তাআলা আদমকে দিনের শেষ মুহূর্তে আসর থেকে সৃষ্টি করেন (মুসলিম হা/২৭৮৯; মিশকাত হা/৫৭৩৪)। আব্দুল্লাহ বিন সালাম (রাঃ) বলেন, আল্লাহ তায়ালা রবিবার ও সোমবার পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি মঙ্গল ও বুধবার আকাশ সৃষ্টি করেছেন। বুধবার ও বৃহস্পতিবার তিনি পৃথিবীর খাদ্য ও অন্যান্য বস্তু তৈরি করেন। তিনি শুক্রবার আসরের আগে সবকিছু শেষ করলেন (বায়হাকী হা/18161, পৃ. 9/3; কুরতুবী, তাফসীরে সূরা আনআম আয়াত 1)। এই ছয় দিনের তাৎপর্য সম্পর্কে শুধু এতটুকুই বলা যায় যে, আল্লাহ তায়ালা 'হও' বলে এক মুহূর্তে সবকিছু সৃষ্টি করতে পারতেন। কিন্তু বিশেষ প্রজ্ঞার কারণে তিনি তা করেননি। বরং, প্রকৃতির সবকিছুই ধারাবাহিকভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে করা হয়েছে, যাতে তা মানুষের জন্য শিক্ষণীয়। তাছাড়া আল্লাহর কাছে প্রতিটি বিষয়ের একটি নির্দিষ্ট সময় রয়েছে (কুরতুবী, তাফসীর সূরা আরাফ আয়াত ৫৪)।

1 Answer

0 like 0 dislike
by (1,707 points)
আল্লাহ কত দিনে পৃথিবী সৃষ্টি করেছেন?

৬ দিনে।
ANS GILDIED এ আপনি প্রশ্ন করতে পারবেন,পাশাপাশি যে কারো প্রশ্নে উত্তর দিতে পারবেন। আমাদের প্লাটফর্মটি মূলত শিক্ষামূলক একটি বাংলা প্লাটফর্ম, আপনি যদি একজন ছাত্র-ছাত্রী কিংবা জ্ঞান অন্বেষি হন তাহলে আমাদের প্লাটফর্ম আপনার জন্য। এখান থেকে যেমন আপনি জ্ঞান অর্জন করতে পারবেন তেমনিই এটি ব্যবহার করে আপনার জ্ঞান দিয়ে অপরকে সহায়তা করতে পারবেন। তাই আমি আপনাকে বলতে চাই জ্ঞান-বিজ্ঞানের এই যুকে জ্ঞান অন্বেষণ করতে চান তাহলে এখনিই আমাদের সাইটে নিবন্ধন করেন।
...