121 views
in সাধারণ জ্ঞান by (3,022 points)
edited by

পাঙ্গাস মাছ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

সঠিক উত্তর: বাংলাদেশে পাঙ্গাস মাছ গবেষণা কেন্দ্রটি Mymensingh (ময়মনসিংহ) বিভাগে অবস্থিত।

বিস্তারিত তথ্যঃ

নাম: পাঙ্গাস মাছ গবেষণা কেন্দ্র (Pangas Fish Research Centre)

অবস্থান: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (Bangladesh Fisheries Research Institute - BFRI), ময়মনসিংহ।

ঠিকানা: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর, শামারখান, ময়মনসিংহ।

কার্যক্রম:

* পাঙ্গাস মাছের উন্নত জাত উদ্ভাবন ও চাষ প্রযুক্তি বিকাশ।

* পাঙ্গাসের খাদ্য, বৃদ্ধি ও প্রজনন সম্পর্কিত গবেষণা।

* রোগ প্রতিরোধ ও জলমান ব্যবস্থাপনা নিয়ে গবেষণা।

* কৃষক ও মাছচাষিদের প্রশিক্ষণ প্রদান।

সংক্ষেপে —

পাঙ্গাস মাছ গবেষণা কেন্দ্র বাংলাদেশের ময়মনসিংহ জেলায়, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের আওতায় অবস্থিত।

1 Answer

0 like 0 dislike
by (3,022 points)

পাঙ্গাস মাছ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

সঠিক উত্তর: বাংলাদেশে পাঙ্গাস মাছ গবেষণা কেন্দ্রটি Mymensingh (ময়মনসিংহ) জেলায় অবস্থিত।

Related questions

ANS GILDIED এ আপনি প্রশ্ন করতে পারবেন,পাশাপাশি যে কারো প্রশ্নে উত্তর দিতে পারবেন। আমাদের প্লাটফর্মটি মূলত শিক্ষামূলক একটি বাংলা প্লাটফর্ম, আপনি যদি একজন ছাত্র-ছাত্রী কিংবা জ্ঞান অন্বেষি হন তাহলে আমাদের প্লাটফর্ম আপনার জন্য। এখান থেকে যেমন আপনি জ্ঞান অর্জন করতে পারবেন তেমনিই এটি ব্যবহার করে আপনার জ্ঞান দিয়ে অপরকে সহায়তা করতে পারবেন। তাই আমি আপনাকে বলতে চাই জ্ঞান-বিজ্ঞানের এই যুকে জ্ঞান অন্বেষণ করতে চান তাহলে এখনিই আমাদের সাইটে নিবন্ধন করেন।
...