44 views
in সাধারণ জ্ঞান by (1,825 points)

পৃথিবীর সবচেয়ে বড় হাওড় কোনটি?


হাকালুকি আওয়ার বাংলাদেশের সবচেয়ে বড় ঘন্টা। এটি এশিয়ার বৃহত্তম মিঠা পানির জলাভূমির একটি। এর আয়তন 18,115 হেক্টর, যার মধ্যে শুধু বিলের আয়তন 4,400 হেক্টর। এটি মৌলভীবাজার জেলার সিলেট জেলার বড়লেখা (40%), কুলাউড়া (30%), ফেঞ্চুগঞ্জ (15%), গোলাপগঞ্জ (10%) এবং বিয়ানীবাজার (5%) জুড়ে বিস্তৃত। ভূতাত্ত্বিকভাবে, এটি উত্তরে ভারতের মেঘালয় পাহাড় এবং পূর্বে ত্রিপুরা পাহাড়ের পাদদেশে অবস্থিত। উজানে উঁচু পাহাড়ের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের কারণে হাকালুকি হাওরে প্রায় প্রতি বছর আকস্মিক বন্যা হয়। এ হাওরে ৮০-৯০টি ছোট-বড় ও মাঝারি বিল রয়েছে এবং শীতকালে এসব বিল ঘিরে পরিযায়ী পাখির কলকাকলিতে ব্যস্ত হয়ে পড়ে পুরো এলাকা।


আরো বিস্তারিত জেনে নিন: হাকালুকি হাওড়

1 Answer

0 like 0 dislike
by (1,825 points)

পৃথিবীর সবচেয়ে বড় হাওড় কোনটি?


হাকালুকি হাওড় বাংলাদেশের সবচেয়ে বড় হাওড়।

ANS GILDIED এ আপনি প্রশ্ন করতে পারবেন,পাশাপাশি যে কারো প্রশ্নে উত্তর দিতে পারবেন। আমাদের প্লাটফর্মটি মূলত শিক্ষামূলক একটি বাংলা প্লাটফর্ম, আপনি যদি একজন ছাত্র-ছাত্রী কিংবা জ্ঞান অন্বেষি হন তাহলে আমাদের প্লাটফর্ম আপনার জন্য। এখান থেকে যেমন আপনি জ্ঞান অর্জন করতে পারবেন তেমনিই এটি ব্যবহার করে আপনার জ্ঞান দিয়ে অপরকে সহায়তা করতে পারবেন। তাই আমি আপনাকে বলতে চাই জ্ঞান-বিজ্ঞানের এই যুকে জ্ঞান অন্বেষণ করতে চান তাহলে এখনিই আমাদের সাইটে নিবন্ধন করেন।
...